নিজস্ব প্রতিনিধি, ফাঁসিদেওয়াঃ মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ অন্তর্গত ফাঁসিদেওয়ার মহানন্দা ক্যানেল সংলগ্ন জলাশয়ে তলিয়ে মৃত্যু হয়েছে তার।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ফাঁসিদেওয়ার বণিকজোতে। পুলিশ বুধবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম প্রসেনজিৎ সরকার। গতকাল গভীর রাতে দুই সঙ্গীকে নিয়ে মাছ ধরতে ক্যানেল সংলগ্ন বণিকজোতের জলাশয়টিতে যায় প্রসেনজিৎ সরকার।মাছের জাল ছড়াতে গিয়ে জলাশয়ে পা পিছলে পড়ে যান তিনি। তাকে উদ্ধারের চেষ্টা করলেও জলের গভীরতা বেশি হওয়ায় উদ্ধার করা যায়নি।পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে ফাঁসিদেওয়া থানায় খবর দেয়।