নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ সব্জীর বস্তার আড়ালে মদ পাচার বানচাল। ঘটনায় ধৃত ৪। লক্ষাধিক টাকার বেআইনি মদ সহ চারজনকে গ্রেফতার করল আবগারি দফতর। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সসম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে আবগারি দফতর।
আবগাড়ি দফতর সূত্রে খবর, ধৃতদের নাম অঙ্কিত কুমার মহারাজ, অনিল কুমার পাসওয়ান, রাম বাবু পাশওয়ান,অরবিন্দ কুমার সিং। মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে চম্পাসারি এলাকায় অভিযান চালিয়ে দুটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতে আধিকারিকদের চক্ষু চরক গাছ। বাধাকপি ও ফুলকপির বস্তার আড়ালে অবৈধ মদ পাচার হচ্ছিল। তল্লাশি চালিয়ে ৭২ কার্টুন (৬৪৮ লিটার) সিকিমের অবৈধ মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
জানা গিয়েছে, এই মদ গুলি সিকিম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।