নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ টোটোতে না উঠায় এক যুবতীকে হেনস্থা ও অশ্লীল ইঙ্গিত দেওয়ার অভিযোগে ধৃত টোটো চালক। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রমজান আলি। জানা গিয়েছে, গত ২৪ মার্চ ভক্তিনগর এলাকায় এক যুবতী ধৃত টোটো চালকের টোটোতে না উঠে অন্য এক টোটোতে উঠায় ওই যুবতী অশ্লীল ইঙ্গিত ও অস্বাভাবিকভাবে হর্ন বাজানো ও ওই যুবতীকে হেনস্থার অভিযোগ উঠে ওই টোটো চালকের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরালাই।
এরপর ভক্তিনগর থানার পুলিশের চোখে পড়ে সেই ভিডিওটি এরপর এলাকার সিসিটিভি ফুটেজ ঘটিয়ে দেখে ওই টোটো চালককে সনাক্ত করে ভক্তিনগর থানার পুলিশ এরপর বৃহস্পতিবার ভক্তিনগর থানা এলাকা থেকে ওই টোটো চালককে গ্রেপ্তার করে পুলিশ।