নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ রেল কোয়ার্টারে চুরি ও চুরির জিনিসপত্র লুকিয়ে রাখার অভিযোগে এক মহিলা সহ মোট চারজন গ্রেফতার। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত কুড়ি তারিখে, শিলিগুড়ি হাসমি চকের কাছে রেল কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে।বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের হয়। চুরির ঘটনার অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং পানিটাংকি আউট পোস্ট।তদন্তে মিলল সাফল্য। শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেফতার দুষ্কৃতী।
এই চুরির ঘটনার তদন্ত নেমে প্রথম বাগড়াকোর্টের বাসিন্দা প্রীতম হেলা কে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর তাকে শিলিগুড়ি আদালতে তুলে পুলিশি হেপাজতে নেয়। ধৃতকে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো তিন দুষ্কৃতীর নাম পায় শিলিগুড়ি থানার পুলিশ।
এরপর শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করে মাটিগাড়ার তুলসী নগরের বাসিন্দা মহম্মদ ছোট্টুকে, জানা গিয়েছে ওই বাড়ি থেকে চুরি করা জিনিসপত্র মহম্মদ ছোট্টুর কাছেই মজুদ ছিল।
ছোট্টুকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে সে চুরি করা জিনিসপত্র কয়লা ডিপো এলাকার বাসিন্দা আজিমিয়া বেগমকে এবং টিকিয়া পাড়ার হাব্বর কে বিক্রি করে দিয়েছে। এরপর শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করে কয়লা ডিপো এলাকার বাসিন্দা আজিমিয়া বেগমকে এবং টিকিয়া পাড়ার হাব্বর কে।