Friday, April 4, 2025
HomeBreaking Newsগাছের মগডালে দুই চিতাবাঘের লড়াই

গাছের মগডালে দুই চিতাবাঘের লড়াই

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ গাছের মগডালে দুই চিতাবাঘের লড়াই। দৃশ্য দেখতে ভিড় জমান ফাঁসিদেওয়া সহ পার্শ্ববর্তী এলাকার বাদিন্দারা।

শুক্রবার এই ঘটনার সাক্ষী থাকলো ফাঁসিদেওয়ার বিজলিমনি চা বাগানের শ্রমিকেরা। ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল। ঘটনাটি ঘটেছে, বিজলিমনি চা বাগানের ১৩ নম্বর সেকশন সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা চা-পাতা তোলার সময় চিতাবাঘ দুটিকে লড়াই করতে দেখতে পান। চিৎকার চেঁচামেচি হওয়াতে গাছের মগডাল থেকে নেমে পালিয়ে যায় চিতা বাঘ দুটি। যদিও এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর বনদফতর। বনদফতর সূত্রে খবর গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি দূরবীন দিয়ে নজর রাখা হচ্ছে। চা বাগানে দুটি চিতাবাঘ কোথায় রয়েছে খুঁজতে তৎপর বন দফতর।

Bengal News Today
Bengal News Todayhttps://bengalnewstoday.com
Bengal News Today is trusted source of online news. You can read Siliguri News and West Bengal News. Also you can get updates from national, international, entertainment and sports sports news.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments