নিজস্ব প্রতিনিধি, বাগডোগরাঃ দুটি বাইকের সংঘর্ষে আহত হল ৪ জন। ঘটনাটি ঘটেছে, বাগডোগরার গোঁসাইপুরে।ঘটনার পর বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে পাঠায়।দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে বাজেয়াপ্ত করে গোটা ঘটনার তদন্তে বাগডোগরা থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শিবমন্দির থেকে বাগডোগরার দিকে আসছিল একটি বাইক।সেইসময় পেছন থেকে অপর একটি বাইক ধাক্কা দেয়।ঘটনায় দুটি বাইকে থাকা ৪ জন ছিটকে পড়েন। আহতদের উদ্ধার করে বাগডোরা হাসপাতালে পাঠানো হয়।