Friday, April 4, 2025
HomeBreaking Newsটাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক

টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের একটি গ্রামে ১১ বছর বয়সী এবং ১৩ বছর বয়সী দুই নাবালিকা খেলা করছিল।সেইসময় ধৃত বৃদ্ধ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল।দুই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়।সেখানে শ্লীলতাহানির চেষ্টা করে বৃদ্ধ।বৃদ্ধের কূ-মতলব বুঝতে পেরে চিৎকার শুরু করে নাবালিকারা।সেই চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা।এরপর ওই বৃদ্ধ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে রাজগঞ্জ এলাকায় বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments