Saturday, May 4, 2024
HomeBreaking Newsরেডিও হাতে স্কুলে হাজির অবসরপ্রাপ্ত সরকারী কর্মী ডালিমবাবু

রেডিও হাতে স্কুলে হাজির অবসরপ্রাপ্ত সরকারী কর্মী ডালিমবাবু

বিদ্যুৎ রাজগুরু, ফাঁসিদেওয়াঃ স্কুলের পড়ুয়াদের আকাশবাণী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শ্রেণী শিখনের রেকর্ডিং শোনাতে স্কুলেস্কুলে রেডিও নিয়ে পৌঁছে যাচ্ছেন শিক্ষক ডালিম রায়।

আগের দিনে অনুষ্ঠানসূচি শুনে স্কুল শিক্ষকের রেকর্ডিং হয়ে যাওয়া শিক্ষার্থীদের অনুষ্ঠান স্বয়ং সেই শিক্ষকের বিদ্যালয়েই শিক্ষার্থীদের শোনাতে এমন অভিনব উদ্যোগ রেডিও পাগল ডালিম বাবুর।

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার নজরুল শতবার্ষিকী বিদ্যালয়ে হঠাৎ তাঁকে দেখে একপ্রকার চমকে গেলেন স্কুলের রসায়নের শিক্ষক শান্তনু ঘোষ। সংশ্লিষ্ট শিক্ষকের খেয়ালই ছিল না মাধ্যমিক পড়ুয়াদের জন্য রেকর্ডিংটি এদিন সম্প্রচার হবে রেডিওতে।

কিন্তু সম্প্রচার হওয়ার কয়েক মিনিট আগেই রেডিও নিয়ে হাজির সেই শিক্ষকের স্কুলে রেডিও পাগল স্বয়ং ডালিম বাবু। এখনও এমন কিছু রেডিও পাগল মানুষ আছেন এ দুনিয়ায়৷ যারা আজও পরমস্নেহে বুকে আগলে রেখেছেন রেডিও শোনার অভ্যাস৷

রেডিওর নব ঘুরিয়ে শুরু হয় যাদের দিন। আবার ঘুমিয়ে পড়েন রেডিওকে সঙ্গী করেই৷ জলপাইগুড়ি জেলার বাসিন্দা ডালিম রায় তেমনই একজন রেডিও পাগল মানুষ৷ শুধু তাই নয় অবসর প্রাপ্ত সরকরি কর্মচারী। একজন ভালো ব্রতচারীরও শিক্ষক।

ডালিম বাবু জানান, আমি রেডিওর অনুষ্ঠানসূচী অনুযায়ী সম্প্রচারের তারিখ সময় জেনেই শিক্ষার্থীদের অনুষ্ঠানগুলি পড়ুয়াদের শোনাতে সেদিনই স্কুলেও পৌঁছে যাই। আকাশবাণী শিলিগুড়ির শিক্ষার্থীদের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের বিষয় শিক্ষকরা নির্দিষ্ট বিষয় ভিত্তিক ক্লাস নেন।

কোন স্কুলের শিক্ষক সেদিন রেকর্ডিং করেছেন সেই স্কুলের নাম জেনে সেদিনই সম্প্রচার লাইভ শোনাতে স্কুলে পৌঁছে যাই আমি। সেই শিক্ষককেও আমি সারপ্রাইজ দিতে পারি। অবাক হয়ে যান আমাকে দেখে। ডালিম বাবু বলেন, এটাই এখন তাঁর নেশা।

তাঁর কথায়, রেডিওর অনুষ্ঠানে অনেক কিছুই জানা যায়। তাই প্রত্যন্ত গ্রামের স্কুলে নিজের ভাড়ার টাকা খরচ করে শিক্ষামূলক রেডিওর অনুষ্ঠান শোনাতে হাজির হয়ে যাই। তাঁর রেকর্ডিং করা ক্লাসের সম্প্রচার শুনে এমন সারপ্রাইজে শিক্ষক শান্তনু ঘোষও দারুণ খুশি।

Bengal News Today
Bengal News Todayhttps://bengalnewstoday.com
Bengal News Today is trusted source of online news. You can read Siliguri News and West Bengal News. Also you can get updates from national, international, entertainment and sports sports news.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

%d