Saturday, May 18, 2024
HomeBreaking Newsটেস্টে পাস করানোর দাবিতে বিক্ষোভ, অসুস্থ দুই পড়ুয়া

টেস্টে পাস করানোর দাবিতে বিক্ষোভ, অসুস্থ দুই পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্টে পাশ করানোর দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের টেস্টে অনুত্তীর্ণ পড়ুয়ারা।সন্ধ্যে পেরিয়ে গেলেও চলে পড়ুয়াদের বিক্ষোভ। বিক্ষোভের মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী।

জানা গিয়েছে, এদিন সকাল থেকে পড়ুয়াদের বিক্ষোভের পরও বিনা পরীক্ষায় পাশ করানো হবে না এমনটাই জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফে।এরফলে বিক্ষোভ অনড় থাকে পড়ুয়ারাও।সেইসময় বিক্ষোভ চলাকালীন মাধ্যমিকের দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।এরপর তড়িঘড়ি তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন দুই পড়ুয়া।

প্রসঙ্গত, শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবছর প্রায় ১৫০ জন পড়ুয়া ফেল করে।এরপরই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। তাদের আরেকবার সুযোগ দিতে সোমবার সেইমতো পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার কথা বলে স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল কর্তৃপক্ষের কথায় যে আবার একটি পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি বিষয়ে ২৫ নম্বর থাকবে। যার মধ্যে প্রতি বিষয়ে ৩০ শতাংশ নম্বর পেলে তাদের পাশ করানো হবে।

এদিন ১০০ এর বেশী পড়ুয়া পরীক্ষায় বসে।কিন্তু কিছু পড়ুয়া অভিযোগ করে দুদিনের মধ্যে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।অন্যান্য স্কুলে অভিভাবকদের ডেকে প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানো হয়েছে।কিন্তু গার্লস স্কুলে তা হচ্ছে না।এই নিয়েই সকাল থেকে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।

এ বিষয়ে এক ছাত্রীর অভিভাবক স্কুলের প্রধান শিক্ষিকার উপর একাধিক অভিযোগ তোলেন।

এ বিষয়ে স্কুলের স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Bengal News Today
Bengal News Todayhttps://bengalnewstoday.com
Bengal News Today is trusted source of online news. You can read Siliguri News and West Bengal News. Also you can get updates from national, international, entertainment and sports sports news.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

%d