Wednesday, May 8, 2024
HomeBreaking Newsসুখবর! বেঙ্গল সাফারি বাইরে পর্যটকদের জন্য রেস্ট হাউস!

সুখবর! বেঙ্গল সাফারি বাইরে পর্যটকদের জন্য রেস্ট হাউস!

অর্ঘ সরকার, শিলিগুড়িঃ পর্যটকদের জন্যে সুখবর! শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বাইরে পর্যটকদের জন্য এবার তৈরি হতে পারে রেস্ট হাউস। যে সমস্ত পর্যটকেরা শিলিগুড়ি সহ পাহাড়ে ঘুরতে যেতে চান তারা এই রেস্ট হাউস থেকে বেঙ্গল সাফারি ঘুরতে পারবেন এবং পরবর্তীতে সিকিম অথবা দার্জিলিং কালিম্পং যেতে পারবেন। শিলিগুড়ি শহরের বাইরে থেকে আসা পর্যটকদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার শিলিগুড়িতে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এদিন তিনি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বনকর্তা দের পাশাপাশি শিলিগুড়ি মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর সঙ্গে একটি বৈঠক সারেন মন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বনমন্ত্রী জানান যে, আগামীতে কিভাবে বেঙ্গল সাফারি পার্কে আধুনিকীকরণ করা যায় এবং পর্যটকদের আরো মনোরঞ্জন প্রদানে আরও কি করা যায়, এছাড়াও যেসব পর্যটক বাইরে থেকে আসবেন তাদের থাকার জন্য রেস্ট হাউস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সকল জীবজন্তুদের ওপর করা নজরদারি প্রদান করা হবে এছাড়া বন বাংলো গুলি কে আরো আধুনিকীকরণ করা হবে। সেদিকেও নজর দেওয়া হবে ।

Bengal News Today
Bengal News Todayhttps://bengalnewstoday.com
Bengal News Today is trusted source of online news. You can read Siliguri News and West Bengal News. Also you can get updates from national, international, entertainment and sports sports news.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

%d