Thursday, May 9, 2024
HomeWest BengalNorth Bengalউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বেআইনিভাবে জমি হস্তান্তরের বিরুদ্ধে শিক্ষা কনভেনশন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বেআইনিভাবে জমি হস্তান্তরের বিরুদ্ধে শিক্ষা কনভেনশন

শিলিগুড়িঃ বিশ্ববিদ্যালয়ে বেআইনিভাবে জমি হস্তান্তরসহ নয়া শিক্ষা নীতির বিরুদ্ধে ও শিক্ষা পরিকিঠামো উন্নয়ন এবং শিক্ষায় গণতন্ত্রিকরণের দাবিতে শিক্ষা কনভেনশন হল শিলিগুড়ি মহকুমার বালাসন পরিবেশ উন্নয়ন সমিতির সভাকক্ষে৷ শিক্ষা কনভেনশনের প্রস্তাব উত্থাপন করেন এবিটিএ নেতা বিশ্বনাথ দত্ত।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরের বিরুদ্ধে, শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি ও অরাজকতার প্রতিবাদে এই শিক্ষা কনভেনশন গণ কনভেনশনে রূপ নেয়৷

রাইট টু এডুকেশন ফোরাম দার্জিলিঙ জেলা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে ছাত্র শিক্ষক অভিভাবক ও শিক্ষানুরাগীদের নিয়ে এই কনভেশন অনুষ্ঠিত হয়। প্রস্তাবকে সর্মথন করে বেআইনীভাবে হস্তান্তরের চেষ্টার বিরুদ্ধে সহ রাজ্যের শিক্ষাক্ষেত্রের অরাজকতা বিষয়ে বিস্তারিত তুলে ধরে আলোচনা করেছেন পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির রাজ্য কমিটির পক্ষে ড. সেতু চট্টোপাধ্যায়, এবিটিএর জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড.সমর কুমার বিশ্বাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবীন অধ্যাপক ড. সঞ্জয় রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সম্পাদক সুমন চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ ড. মলয় করঞ্জাই, বিজ্ঞান আন্দোলনের নেতা ড. গোপাল দে,অধ্যাপক তাপস সরকার, ছাত্র নেতা অঙ্কিত দে প্রমুখ।

Bengal News Today
Bengal News Todayhttps://bengalnewstoday.com
Bengal News Today is trusted source of online news. You can read Siliguri News and West Bengal News. Also you can get updates from national, international, entertainment and sports sports news.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

%d