Wednesday, May 8, 2024
HomeBreaking Newsনাগরিক পরিষেবা উন্নত করতে চালু হতে চলেছে "দিদির দূত" মোবাইল অ্যাপ

নাগরিক পরিষেবা উন্নত করতে চালু হতে চলেছে “দিদির দূত” মোবাইল অ্যাপ

অর্ক সরকার, শিলিগুড়িঃ মুঠোফোনে একটি অ্যাপের মাধ্যমে নাগরিকেরা জানতে পারবেন কে কোন জনমুখী প্রকল্পের আওতায় আসতে পারে। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট জনমুখী প্রকল্পে নিজেরাই আবেদন করতে পারবে নাগরিকেরা।

উন্নত মানের জনপরিষেবা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামীকাল থেকে চালু হতে চলেছে “দিদির দূত” নামে মোবাইল অ্যাপ। শিলিগুড়ি দেবীডাঙ্গা এলাকায় এক জনসভায় যোগ দিয়ে এমনই বললেন দার্জিলিং জেলা তৃণমূল( সমতল) সভানেত্রী পাপিয়া ঘোষ।

পাপিয়া ঘোষ বলেন, দুয়ারে সরকারের মাধ্যমে যেমন সরকারকে কাছে পেয়েছে জনগণ। ঠিক তেমন এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা জানতে পারবেন কে কোন জনমুখী প্রকল্পের আওতায় পড়ে এবং নির্দিষ্ট জনমুখী প্রকল্পে আবেদন করতে পারবেন।

জানা গিয়েছে, এই অ্যাপের ৬ টি ক্ষেত্রে ১৫ টি জনমুখী প্রকল্প থাকবে। যেমন শিক্ষা ক্ষেত্রে কন্যাশ্রী, ঐক্যশ্রী। আবাস যোজনার ক্ষেত্রে নিজ ভূমি নিজ গৃহ, বাংলার আবাস। স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য সাথী সহ অন্যান্য প্রকল্প। এই অ্যাপে প্রত্যেকটি বুথে পাঁচজন করে জনপ্রতিনিধি থাকবে।

মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর প্রতিষ্ঠান দিবস উপলক্ষ্যে চম্পাসারি অঞ্চল দেবীডাঙ্গা পঞ্চায়েত এর পক্ষ থেকে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ , পঞ্চায়েত প্রধান জনক সাহা, লেবার ইউনিয়ন এর চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।

Bengal News Today
Bengal News Todayhttps://bengalnewstoday.com
Bengal News Today is trusted source of online news. You can read Siliguri News and West Bengal News. Also you can get updates from national, international, entertainment and sports sports news.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

%d